কিশোরগঞ্জ প্রতিনিধি :
হাওরের সাত জেলার কৃষক সমিতির প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার কিশোরগন্জ জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষক সমিতি কেন্দ্রিয় কমিটির সভাপতি এডভোকেট এস. এম. এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কৃষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি নিমাই গাঙ্গুলী, সহ সাধারণ সম্পাদক শফি চৌধুরী ও আবিদ হোসেন, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি চিত্ত রন্জন তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শাহরিয়ার ফিরোজ, মোলভীবাজার জেলা কমিটির সভাপতি জহরলাল দত্ত, কেন্দ্রিয় কমিটির সদস্য মানবেন্দ্র দেবনাথ, নেত্রকোণা জেলা কমিটির সদস্য নাজমা বেগম, শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা ধানের লাভজনক দাম নিশ্চিত করা, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়, প্রকৃত উৎপাদক কৃষকদের কৃষিকার্ড ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, পল্লী রেশনিং ও শস্যবীমা চালু, পরিকল্পিত নদীখনন ও স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ, হাওর অঞ্চলের পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য ও কৃষিকে রক্ষা করা, কৃষকদের জীবন-জীবিকা নিশ্চিত করা, প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং আগামীদিনের আন্দোলন সংগ্রাম নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু, জেলা কৃষক সমিতির নেতা এডভোকেট হাসান ইমাম রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.