পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে ছেলেকে শ্বাসরোধ ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
শিশুটির মা খাদিজা বেগম ও তার স্বজনদের আসামী করে শিশুটির বাবা আবদুল খালেক হাওলাদার বাদি হয়ে পুত্রহত্যার মামলাটি দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের মিন্টু মিরার স্ত্রী খাদিজা বেগমের আগের সংসারের ছেলে জিহাদ (৯) গত ২৩ এপ্রিল প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দু'দিন পর নদীতে ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এ ঘটনার চারদিন পরে খাদিজার সেই লোভাতুর ও বাউন্ডুলে সাবেক স্বামী আ. খালেক তার শিশুপুত্রকে শ্বাসরোধে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ এনে পটুয়াখালীর চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে একটি হত্যা মামলা রুজু করেন।
নেশাসক্ত, লোভাতুর ও বাউন্ডুলে স্বভাবের সাবেক স্বামী আ. খালেক তার স্বাবেক স্ত্রী খাদিজা সহ স্বজনদের কাছ থেকে অর্থ আদায় ও হয়রানীর উদ্দেশ্যেই এ সাজানো মামলাটি করে বলে ধারণা স্থানীয়দের।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, শুনেছি ছেলেটি জন্মের পর তার বাবাকে দেখেনি। কোনদিন খোঁজ খবর ও নেয়নি। সম্প্রতি পানিতে ডুবে মারা যায়। এলাকার শত শত মানুষ দেখেছে। এ অপমৃত্যুর ঘটনায় হত্যা মামলার কোন যৌক্তিকতা দেখছি না।
দুমকী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল সালাম বলেন, মামলা হয়েছে শুনেছি, তবে এখনও আমাদের কাছে কোন কাগজপত্র আসেনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.