সাতক্ষীরা প্রতিনিধি :
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অস্ত্র হারিয়ে যাওয়ার ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১০ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।
ভারতীয় বিএসএফ দাবি করছে, ‘তাদের একটি অস্ত্র হারিয়ে গেছে। এ কারণে স্থলবন্দরের সকল আমদানি-রপ্তানি বন্ধ করা দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সহযোগিতা চেয়েছেন তারা।’
এ ব্যাপারে ভোমরা স্থল বন্দরের সহকারি কমিশনার আমির আল মামুন জানান, ‘সকাল থেকেই সব ধরণের আমদানি রপ্তানি-কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতীয় বিএসএফ ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের গেট বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান করছে। তারা জানিয়েছে, তাদের অস্ত্র হারিয়ে গেছে। সেটি উদ্ধার না হওয়া পর্যন্ত সব ধরণের কার্যক্রম বন্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিন বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার রাজস্ব আদায় হয়। যদি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক না হয় তবে দৈনিক আড়াই কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। বর্তমানে ভারতীয় পাড়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।’
এ ব্যাপারে সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আল মাহমুদ জানান, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আমাদেরকে জানিয়েছেন তাদের একটি অস্ত্র খোয়া গেছে। বর্তমানে বিএসএফ ওদের বর্ডারে অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর জন্য অনুরোধ করেছেন।’
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.