এএইচ কামরুল,বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (১১ মে) সকাল পৌনে ১১ টার দিকে শহরের পাঁচ ফোকেটের ১৪০/১ ও ১৪০/২ পিলারের মাঝামাঝিস্থানে মরদেহ উদ্ধার করা হয়। যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তার গায়ে ছিল লাল রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট।
পুলিশের ধারণা, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে এই যুবক। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসএই) মাসুদ রানা বলেন, পাঁচ ফোকেটের অদূরে অজ্ঞাত যুবকের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় সনাক্তের কাজ চলছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.