সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:
উলিপুর সরকারী খাদ্যগুদামে অভ্যন্তরীণ গম ও বোরো ধান সংগ্রহ অভিযান-২০২২-এর শুভ উদ্বোধন করা হয়েছে l মঙ্গলবার (১০ মে ) কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন l এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মামুন সরকার মিঠু,মেয়র উলিপুর পৌরসভা l
উলিপুর উপজেলা নির্বাহি অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হোসাইন, উলিপুর সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা শাহিনুর আলম, খাদ্য ব্যবসায়ী পার্থ সারথি সরকার, আব্দুল মজিদ হাড়ি, মাহফুজার রহমান বুলেট, মাইদুল ইসলাম প্রমুখ l এ সময় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন বলেছেন,বিগত বছরগুলোর মতো ক্রয় অভিযানে কোন শৈথল্য বরদাশ্ত করা হবে না, স্থান সংকুলানের অজুহাত দিয়ে ক্রয় অভিযান অসমাপ্ত রাখা যাবে না। বরাদ্দের সম্পূর্ণ খাদ্য ক্রয় নিশ্চিত করতে হবে।
খাদ্য বিভাগ সূত্র জানায়, চলতি বছর উলিপুর উপজেলায় ৩০১ মেট্রিক টন গম, ৩ হাজার ১০০ মেট্রিক টন বোরোধান ও ১ হাজার ৪৭০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে l প্রতি কেজি গম ২৮ টাকা, প্রতি কেজি ধান ২৭ টাকা ও প্রতি কেজি চাল ৪০ টাকা দরে ক্রয় করা হবে ।
নির্ধারিত নীতিমালা অনুযায়ী উপজেলার তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ৩০ জুন পর্যন্ত গম, কৃষক অ্যাপস এর মাধ্যমে ধান এবং ৭১ টি মিল মালিকের মাধ্যমে চাল ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় করার চুড়ান্ত সময় সীমা বেধে দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.