নিয়াজ মাহমুদ জয়, ভোলা জেলা প্রতিনিধি:
প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ উপলক্ষ্যে ভোলার দৌলতখানে সমুদ্রগামী জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে বুধবার বিকাল চারটায় পৌরসভা স্লুইজগেইট এলাকা এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ইলিশ সম্পদ উন্নয়ন ও উপ-প্রকল্প পরিচালক সঞ্জয় দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর জোবায়ের হোসেন জাবু সহ ফিশিং বোট মালিক ও শ্রমিকগণ। এতে প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সমুদ্রে ইলিশ সহ সকল প্রকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন মানার জন্য ফিশিং মালিক ও জেলেদের নির্দেশনা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.