মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের জামায়াত-বিএনপির নেতা দুরুল হোদার প্রতারণা ও হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী একটি পরিবার ও নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু।
গতকাল বুধবার দুপুরে নাচোল ডাকবাংলো সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী সুলতানা বেগম, ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী নজরুল ইসলাম এবং ব্যবসায়ী ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে রেজাউল করিম বাবু বলেন, নাচোল উপজেলার সদর ইউপির পূর্ব মির্জাপুর গ্রামের পিয়ার আলী মন্ডলের ছেলে দুরুল হোদা দীর্ঘদিন ধরে নিজ এলাকা নাচোল ও রাজধানী ঢাকায় সরকারী দলের নাম ভাঙ্গিয়ে প্রতারণা ও হয়রানি করে আসছে।
তারা আরও অভিযোগ করেন, দুরুল হোদা নিয়োগ বানিজ্য, বদলী ও মামলার তদবির বানিজ্য, অবৈধ মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। সে একাধিক বিয়ে, রাজস্ব ফাঁকি দিয়ে কালো টাকায় রাতারাতি বনে গেছেন কোটিপতি। এছাড়া জামায়াত-বিএনপির নেতা হলেও সরকারী দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঠিকাদারী কাজ বাগিয়ে নেয়ার অভিযোগ করেন।
নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন,দুরুল হোদা কথিত কয়েকটি পত্রিকায় আমার নামে ২৬লক্ষ টাকা আত্মসাৎ মর্মে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। যার কোন ডকুমেন্ট নেই দুরুল হোদার কাছে। সে আমার ও আমার পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে ২৬ লক্ষ টাকার অভিযোগ তুলেছে।
প্রতারক দুরুল হোদার প্রতারণা, হয়রানি ও মিথ্যা মামলা থেকে পরিত্রাণ চান ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগিরা বিশেষ গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দুরুল হোদার কোটিপতি হওয়ার রহস্য ও জামাত-শিবির কে অর্থ প্রদান সহ সাধারণ মানুষ কে হয়রানি সহ দুরুল হোদার অপকর্ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.