ইয়াছিন মোল্লা (সোনারগাঁও প্রতিনিধি) :
ই-ক্যাব নির্বাচনে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নয়টি পদের জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১৭টি।
বুধবার (১১ মে) ই-ক্যাব নির্বাচন বোর্ড সচিব আব্দুল আজিজ এতথ্য জানান।
মনোনয়নপত্র নেওয়া ১৭ জন হলেন- শমী কায়সার (ধানসিড়ি ডিজিটাল) মোহাম্মদ সাহাব উদ্দীন (ডায়বেটিক স্টোর), সাইদ রহমান (ডিজিটাল হাব), ওয়াসিম আলিম (বাংলামেডস), নাসিমা আক্তার নিশা (রিভেরি করপোরেশন), জিয়া আশরাফ (চালডাল), মরিন হোসেন তালুকদার (সিলভার ওয়াটার টেকনোলজি), মো. তাশদীখ হাবীব (ক্লিস ফোর্স), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ), ফাতিমা বেগম, (আদি বিডি), মোজাম্মেল হক মৃধা (কিনলে ডটকম), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), মোহাম্মদ ইলমুল হক (সেবা এক্সওয়াইজেড), আসিফ আহনাফ (ব্রেকবাইট), এএম ইশতিয়াক সারোয়ার (সফটটেক ইনোভেশন), আবু সুফিয়ান নিলোভ (নিজল ক্রিয়েটিভ) এবং মো. তাজুল ইসলাম (আই এক্সপ্রেস)।
দীর্ঘ দিন ধরে ই-কমার্স ইন্ড্রাস্টির অধিকার আদায় ও নানা বিষয়ে লেখালেখির মাধ্যমে ই-ক্যাব সদস্যের কাছে আলোচনায় থাকা উদ্যোক্তা মো. মোজাম্মেল হক মৃধার (সোহেল মৃধা), মনোনয়নপত্র কেনা ছিল দিনের অন্যতম আলোচনার ইস্যু। নির্বাচনে পরিবর্তনের স্লোগান নিয়ে অংশ নেওয়া প্যানেল ‘চেঞ্জমেকার’-এর উদ্যোক্তাও মৃধা সাইফুল।
সোহেল মৃধা বলেন, ‘অবশেষে ই-ক্যাব সৃষ্টির ৯ বছর পর এই প্রথম আমাদের সদস্যদের সুযোগ হচ্ছে ভোট দেবার, ভোটে দাঁড়াবার। সদস্যদের প্রত্যক্ষ মতামত প্রদানের সুযোগ হবার এই পরিবর্তন, ভোটে দাঁড়াতে পারার এই পরিবর্তন, ই-ক্যাবের সবাই সবার সঙ্গে সংযুক্ত হতে পারার এই পরিবর্তন আনার জন্য যাদের অবদান রয়েছে, তাদের প্রতি ভালোবাসা।’
‘এই জোয়ারে মনোনয়ন নিয়ে পরিবর্তনের পাশে আছি। সবার দোয়া প্রার্থী আমি’, বলেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.