স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
জিও ব্যারেন্টস নামে একটি উদ্ধারকারী জাহাজ ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে একটি রাবারের নৌকা থেকে ৫৯ জন শরণার্থীকে উদ্ধার করেছে।
ইউরোপীয় সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস সমুদ্রে দুর্দশায় পড়া অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে এই উদ্ধারকারী জাহাজটি পরিচালনা করে। সম্প্রতি উদ্ধার হওয়া অনেকের চেহারা বাংলাদেশিদের মতো হলেও সেখানে কতজন বাংলাদেশি আছেন তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। গত কয়েক দিনে সব মিলে দুই শতাধিক শরণার্থীকে উদ্ধার করেছে সংস্থার জাহাজটি।
রেফ ডট সিএইচ-এর প্রতিবেদন থেকে জানা গেছে দুটি নতুন মিশনে, ‘জিও ব্যারেন্টস’-এর ক্রুরা বুধবার রাতে সমুদ্রে ভাসতে থাকা ১১১ জনকে উদ্ধার করে। ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, নারী, পুরুষ ও শিশুদের নিয়ে ভূমধ্যসাগরে ভেসে বেড়াচ্ছিল একটি রাবারের নৌকা। ইউরোপে প্রবেশের আশায় সমুদ্রে ভেসে বেড়ানো অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারকারী এই জাহাজটি গেল কয়েকদিনে ৩৭৪ জনকে উদ্ধার করেছে।
‘জিও ব্যারেন্টস’ ছাড়াও ‘সি-আই ৪’ এবং ‘সি-ওয়াচ ৪’ নামে দুটি জাহাজও ভূমধ্যসাগর থেকে উদ্বাস্তু এবং অসীম সমুদ্রে দুর্দশাগ্রস্ত অভিবাসীদের উদ্ধারকাজ চালাচ্ছে।এই দুটি জার্মান জাহাজ ইতোমধ্যে ২০০ জনেরও বেশি শরণার্থীকে উদ্ধার করেছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.