মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ভাড়ায় চালিত মোটর সাইকেল দুর্ঘটনায় পড়ে চালকসহ দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মে) ভোররাত ৪টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী-রাণীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটর সাইকেল চালক উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরত আলীর ছেলে মো. বেলাল হোসেন (৫২) ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২)।
স্থানীয়রা জানান, কোচচালক ফজর আলী রাতে চান্দাইকোনা এসে বাড়ি ফেরার জন্য মোটর সাইকেল ভাড়া করেন। পরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে জামনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন এসময় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ তাদের স্বজনেরা নিয়ে গেছে। অজ্ঞাত পরিবহনকে সনাক্ত করা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.