মোঃ মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিবেদকঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মোঃ শাহজাহান খলিফার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরছকিনা এলাকায় এই মতবিনিময় সভা করা হয়।
এসময় মেম্বার প্রার্থী শাহজাহান খলিফা ওই ওয়ার্ডের উপস্থিত মুরুব্বিয়ান ও যুব সমাজের সকলকে উদ্যেশ্য বলেন,আমাকে আপনারা নির্বাচনে এনেছেন, আমিও আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে নির্বাচনের মাঠে থেকে তৃণমূলে সমাজসেবা ও মানব কল্যাণে সক্রিয় হয়ে কাজ করবো।
আশাকরি তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ১৫ জুন এই ইউনিয়নের ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।ওই দিন আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। যাহাতে আমি আপানাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নসহ গরিব দুঃখী ও মেহনতী মানুষের খেদমত করতে পাড়ি।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাসন আলী সিকদার, বসু সর্দার, সহ-সাধারণ সম্পাদক সেলিম আজম,আলফালা জামে মসজিদের সভাপতি মোঃ জালাল আহমেদ,মসজিদের মোতায়াল্লি আনিচল হকসহ প্রায় ৩ শতাদিক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.