স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান খুলনার দাকোপের বাজুয়া চাঁদপাড়া সার্বজনীন শ্মশানকালী মন্দিরে ১০ দিন ব্যাপী অনুষ্ঠান ও কালী পূজার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছেআগামীকাল ৩ মে শনিবার হতে। এলক্ষে ৩ মে বাংলা ১৯ বৈশাখ শনিবার রাত ১০ টারদিকে মঙ্গল ঘট স্হাপন ও রাতে কালীপুজো ও সকালেপ্রসাদ বিতরণ করা হবে।পুজা উদযাপন কমিটির সভাপতি সুপ্রভাত মন্ডল সংগ্রাম ও সাধারণ সম্পাদক প্রজেশ কুমার রায় জানান,আবহাওয়া অনুকুলে থাকলে অনুষ্ঠান মালার পরিবর্তন হবেনা।প্রচুর লোকের সমগম হবে বলে তারা জানান অনুষ্ঠান মালার মধ্যে ৩ মে বাংলা ১৯ বৈশাখ শনিবার কবিগান,পরিবেশন করবেন তিমির সরকার ও সন্তোষ সরকার।৪ মে ২০ বৈশাখ রবিবার ধর্মীয় যাত্রাপালা গঙ্গারপুত্র ভীস্ম ।শ্রেষ্ঠংশে এমএ মান্নান ও যাত্রালক্ষী লিপিকা হালদার।৫মে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।৭,৮,ও ৯ মে তিন দিন রাজদুত অপেরার পরিচালনায যাত্রা পাল।১০ মে বাংলা ২৬ বৈশাখ শনিবার বাংলার ঐতিহ্য ঘৌড় দৌড় প্রতিযোগিতা।১২ মে ২৮ বৈশাখ সোমবার জামাই বরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd