মোঃ সিফাত হোসেন , পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকীতে ফিল্মি স্টাইলে হাত পা বেঁধে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দুমকী গ্রামের আনন্দ বাজার এলাকার ভুঁইমালী বাড়ির কাছে বাবুল চন্দ্র হাওলাদারের সদ্য বসত বাড়িতে ৬ সদস্যের একদল মুখোশধারী যুবক ডাকাত গেরস্থের নাক মুখ ও হাত পা বেঁধে ফিল্মি স্টাইলে ডাকাতি করে চম্পট দেয়।
জানা যায়,প্রতিদিনকার মত গোয়াল ঘরের পাশে পাহারা ঘরে ঘুমিয়ে ছিলেন জগদীশ মালী (৪০)। মধ্য রাতে হঠাৎ ঘরের দরজায় লাথি মেরে খুঁলে তার চোখ ও হাত পা বেঁধে ফেলে ডাকাত দল।
এরপর পাশের ঘরের বাবুল চন্দ্র হাওলাদারকে ডাক দিয়ে দরজা খোলার জন্য নিয়ে যায় ডাকাত দল।জগদীশ এর ডাক শুনে বাসায় একা থাকা বাবুল চন্দ্র হাওলাদারের স্ত্রী শিখা রানী হাওলাদার (৪০) দরজা খুলতেই কিছুই বুঝে ওঠার আগেই তাকেও চোখ ও হাত - পা বেঁধে ফেলে ডাকাত দল। শিখা রানীকে চৌকির ওপর ফেলে রাখে ও জগদীশকে ঘরের খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে বাসায় থাকা বিভিন্ন মালামাল তছনছ করে নগদ আট হাজার টাকা ও প্রায় পৌনে তিন ভরি স্বর্ণালংকার লুঠ করে ফজরের আযানের সময় চম্পট দেয়।
স্থানীয় বাসিন্দা মাসুদ জানান, বাবুলকে এখানে আমিই জমি কিনে দিয়েছি। ওরা এখানে নতুন।ওদের সাথে এখানকার স্থানীয় কারো সাথে কোন ধরনের শত্রুতা নেই।
নাম না প্রকাশে অনিচ্ছুক একজন জানান, জায়গাটি নির্জন হওয়ায় প্রায়ই রাতে মাদক ও জুয়ার আড্ডা বসে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.