মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম মনোয়ার রহমান হাবলু ও শহর ছাত্রলীগ নেতা মরহুম ফজলুল বারী রুবেলের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৩ মে শুক্রবার বেলা ১১টায় শেরপুর মহিলা অনার্স কলেজের হলরুমে এক স্মরনসভা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জামাল সিরাজী।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম তাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি, পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ প্রমুখ।
বাদ জুম্মা দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোকাম্মেল হক। অপরদিকে সকালে মরহুমদ্বয়ের কবর জিয়ারত করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.