মাহমুদ হাসান রনি,দামুড়হুদা থেকেঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার গতকাল বৃহস্পতিবার ১০টা সময় যোগদান করেছেন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার বদলি জনিত কারণে খুলনা বিভাগের এআরপিএটিছি তার স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩১ তম বিসিএসে প্রশাসনে যোগদান করেন।
গতকাল বৃহস্পতিবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম নিজ কার্যালয়ে পৌঁছালে উপজেলা বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা নির্বাহী অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার সার্বিক উন্নয়ন,ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনকে গতিশীল করতে ন্যায়, স্বচ্চতা ও সততার সাথে হয়রানিমুক্ত সর্বোচ্চ সেবাদেবার চেষ্টা করবো অফিসার তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.