গোবিন্দগঞ্জে তালিকাভুক্ত আরও এক ডাকাত গ্রেফতা
এস এম সোহেল, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তালিকাভুক্ত আরও এক ডাকাতকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র।
বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাত ৯টার দিকে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এক অভিযানে দীর্ঘদিন পলাতক কুখ্যাত তালিকাভুক্ত ডাকাত মো. খলিল (৪৫) কে গ্রেফতার করে। সে উপজেলার কামদিয়া ইউপির পুইযাগাড়ী দুখুসুখু গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে। বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মিলন চ্যাটার্জীর নেতৃত্বে ও টিমওয়ার্কের মাধ্যমে জিআর ২৩২/২০২২ দস্যুতা মামলার এজাহার নামীয় ওই আসামীকে গ্রেফতার করে।
ইনচার্জ মিলন চ্যাটার্জী ডাকাত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে জিআর ২৪১/০৯ এবং জিআর ০৬/১৯ (গোবি) মূলে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার (১ মে) কামদিয়া ইউপির পুইয়াগাড়ী গ্রামের জসীম উদ্দিন মিস্ত্রির ছেলে বারিক (৪০) কে জিআর ২৫/২০২১ (পাঁচবিবি), জিআর ৪৮/২০২০ (ঘোড়াঘাট), অপহরণ মামলা নং জিআর ৫৩৭/২০১৫ (পাঁচবিবি), জিআর ৩১৩/২০১৩ (গোবিন্দগঞ্জ), জিআর ৫৪৪/২০২১ (পাঁচবিবি) মূলে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। তার বিরুদ্ধে অন্তত: ১০টি মামলা বিচারাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.