উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি:
দেশব্যাপী বিএনপি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মে) সকাল থেকে শহরের থানার মোড় ও সরুই এলাকায় বিএনপির দুটি অফিস পুলিশ ঘিরে রাখে। সেখানে কোন নেতা কর্মীকে ভিড়তে দেয়নি পুলিশ এমন অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।
পরে দুপুর একটার দিকে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের শহরস্ত হরিণ খানা এলাকার বাস ভবনের সামনে এই প্রতিবাদ সভা করে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কেন্দ্রীয় চেয়ার পার্সনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের অধিনে হবেনা হতে দেওয়া হবেনা।আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারো রাজনীতির মাঠে ফিরিয়ে আনবো।মামলা দিয়ে হামলা করে নেতা কর্মীদের ঘরে রাখা যাবেনা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মোঃমোজাফ্ফর রহমান আলম,শেখ কারুল ইসলাম গোরা, সাবেক জেলা বিএনপি সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এম এ সালাম, শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃগোলাম রসুল তরফদার নেওয়াজ,সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমুখ।
তবে সমাবেশ শেষে পুলিশ ছাত্রদলের ৪ নেতাকে আটক করেছে বলে অভিযোগ করেন।বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ পন্ড করতে গতকাল রাত থেকেই বগেরহাট জেলার গুরুত্বপূর্ণ বেশকিছু নেতাকর্মীদে বাসায় পুলিশ দফায় দফায় তল্লাশির নামে হয়রানি করেন বলেও অভিযোগ করেন।তবে পুলিশি বাঁধায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ জোরালো করতে না পারলেও বাগেরহাটের দুপক্ষের নেতৃবৃন্দ বহুদিন পরে একসাথে অবস্থান করায় তৃণমূলে নেতাকর্মীদের মাঝে উচ্ছাস দেখাগেছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.