ডেস্ক নিউজ: মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে, রবিবার রাজধানী ঢাকার পশ্চিম আগারগাঁও এ অবস্থিত এল.জি.ই.ডির আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক, মাদারীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: খালিদ হোসেন ইয়াদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ম্যাব এর নির্বাহী সভাপতি ও সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি, সহ:সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব মুজিবুর রহমান, সহ:সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র জনাব খ ম কামরুজ্জামান মাজেদ, সহ:সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র জনাব উমা চোধুরী জলি, আইন বিষয়ক সম্পাদক ও মোহনগঞ্জ পৌরসভার মেয়র জনাব এ্যাড লতিফুর রহমান রতন প্রমুখ।
উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য ও কেশরহাট পৌরসভার মেয়র জনাব মোঃ শহিদুজ্জামান, নির্বাহী সদস্য ও চৌগাছা পৌরসভার মেয়র জনাব নুর উদ্দিন আল মামুন হিমেল, কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর জনাব রিনা নাসরিন, প্রচার সম্পাদক জনাব সরকার দলিল উদ্দিন আহমেদ, বিএপিএস কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল আলীম মোল্লা, বিএপিএস সাধারণ সম্পাদক জনাব আব্দুস সাত্তার, বিএপিএস ঢাকা বিভাগের আহবায়ক জনাব ম ই তুষার, ম্যাব এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব পরিমল কুমার দেব সহ ম্যাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
সভার শুরুতেই গত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত নিয়ে বিস্তর আলোকপাত করেন সংগঠনের নেতৃত্ববৃন্দ। পরবর্তীতে, পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ, পৌরসভায় উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত বিষয়, ম্যাব এর কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি প্রদান এবং ম্যাব এর স্যানিটেশন প্রকল্পের বিষয়ে আলোচনা করেন । তবে, সব বিষয় ছাপিয়ে পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও পৌরসভায় উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত বিষয়টি গুরুত্ব পায়। বক্তরা প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপদেষ্টা নিয়োগের তীব্র নিন্দা ও বিরোধীতা করেন। এছাড়া, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব নেতৃবৃন্দ মে মাসের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব তাইজুল ইসলাম এম.পি এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব হেলালুদ্দীন আহমদের সাথে বৈঠক করে পৌরসভার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দাবী উপস্থাপন করার ঘোষনা দেন । দাবী বাস্তবায়নের ঘোষনার নিশ্চয়তা পেলেই মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর ব্যানারে সভা অনুষ্ঠিত হবে বলে তারা মতামত প্রদান করেন নতুবা সভা না করে দাবী বাস্তবায়নে কঠোর কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত দেন, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ সভা সমন্বয় করেন, ম্যাবের সমন্বয়কারী জনাব এস এম আব্দুর রউফ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.