মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকায়"বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"এই স্লোগান নিয়ে দুটি ইউনিয়নে মাদক,জুয়া ও বাল্য বিবাহ বিরোধী বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ই মে) দুপুরে কৈমারি ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান,অফিসার ইনর্চাজ ফিরোজ কবীর, ইউনিয়ন আ,লীগের সভাপতি সাইদার মাস্টার,এস আই নিসার আলী প্রমুখ।
অপর দিকে বিকেলে শৌলমারী ইউনিয়ন প্রঙ্গানে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ ফিরোজ কবীর,ইউপি আ,লীগের সহসভাপতি শচিন চন্দ্র রায়,এস আই পলাশ চন্দ্র,এ এস আই শাহানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা আইন সৃঙ্খলা ঠিক রাখতে সবাইকে সহযোগিতা করার জন্য বলা হয়। সভা শেষে কৈমারী ইউনিয়নে সমাজের বিভিন্ন ব্যক্তিদের নিয়ে বিট পুলিশং কমিটি গঠন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.