স্টাফ রিপোর্টারঃ
জমি জমা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল মোল্লা (২৬) নিহতের ঘটনায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ।
১৫ মে রবিবার সকাল ১১টায় পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের বাহেরমৌজ এলাকার গাজী গাছতলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্বজন ও এলাকাবাসী। তারা জানায় এ হত্যার ঘটনায় নিহতের ভাই হাসান মোল্লা গত মে পটুয়াখালী সদর থানায় পনের জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলালার আসামীরা হলেন রুবেল শরিফ(২১) পিতা-কালাম শরিফ,মোঃ হাবিব শরিফ(৪২) পিতা-জযনাল শরিফ,মোঃ কামাল শরিফ(৫০) পিতা-জয়নাল শরিফ,মোঃ হাসান শরিফ(৩৮) পিতা- জয়নাল শরিফ,জয়নাল শরিফ(৭২) পিত-িমৃত চান শরিফ,মোঃ হানিফ শরিফ(৩০)পিতা-জয়নাল শরিফ,মোঃ সোহেল শরিফ(৩৫) পিতা-জয়নাল শরিফ,মোঃ জালাল শরিফ(৫৭) পিতা-মুত চান শরিফ,মোসাঃ ইসমত আরা (৩৬) পিতা/স্বামী-মোঃ হাবিব শরিফ,মোসাঃ রেহানা বেগম(৪৫) ন্বামী/স্ত্রীমোঃ কালাম শরিফ,মোঃ রাসেল শরিফ(২৫) পিতা-জালাল শরিফ,মোসাঃ মনোয়াা বেগম(৬৭)স্বামী/স্ত্রী মোঃ জয়ণাল শরিফ,মোসাঃ শাহনাজ বেগম(৩০) স্বামঅ/স্ত্রঅ মোঃ সোহেল সোহেল শরিফ,মোঃ মনির শিকদার(২৫)পিতা মোঃ দলিল উদ্দিন শিকদার ও সোহাগ মৃধা(৩৫) পিতা-মোঃ নুরু মৃধাসহ আর অজ্ঞাত৭/৮ জন। এই ঘটনায় পুলিশ কালাম শরিফ নামে ৩জনকে গ্রেফতার করে। প্রধান আসামীসহ বাকী আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে এই মানববন্ধন করে বলে জানান এলাকাবাসী। এ বিষয়ে পটুয়ালী সদর থানার ওসি মনিরুজ্জান বলেন আমার ইতি মধ্যে ৩ জনকে গ্রেফাতর করেছি বাকী আসামীদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য,উপজেলার বাহেরমৌজ এলাকার জয়নাল শরীফ গংয়ের সাথে নিহত রাসেল মোাল্লার বাবা সোবাহান মোল্লার সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। ৩০/০৪/২০২২ তারিখ বিকেলে বিরোধীয় জমিতে মুগডাল তুলতে যায় জয়নাল শরীফ ও তার লোকজন। খবর পেয়ে মুগডাল তুলতে বাধা দেয় সোবাহান মোল্লার ছেলে নিহত রাসেল মোল্লা ও তার ভাইসহ পরিবারের লোকজন। এ সময় জয়নাল শরীফের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাসেলসহ ৫ জনকে। ঘটনাস্থলেই নিহত হন রাসেল। এই হামলায় আহত হয়েছেন একই পরিবারের আলমগীর, লিটন, সরোয়ার ও ফিরোজ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.