মমিনুল হক রাকিবঃ
বিজ্ঞান শুধুই একটি বিষয় কিংবা সূত্রে গাথা পুঁথিগত বিদ্যা নয় বরং বিজ্ঞান অন্যান্য বিনোদনের খোরাক সিনেমা কিংবা মিউজিকের মতোই উপভোগ্য হতে পারে, এই ধ্যানধারণা থেকে বিজ্ঞান কে মজার ভাবে উপভোগ করা শুরু করেন ময়মনসিংহ জেলায় খুবই সাধারণভাবে বেড়ে উঠা এক তরুণ। সম্প্রতি দৈনিক আলোচিত কন্ঠের সাথে এক আলাপচারিতায় মেতে উঠেছিলেন সেই তরুণ, ইমতিয়াজ অর্ণব বর্তমানে যে “স্টোরি হেড” নামে বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়।
নেত্রকোনা জেলায় জন্ম নেয়া অর্ণব সাধারণ ভাবেই বেড়ে উঠেন আলিফ-লায়লা এবং ইত্যাদির সাথে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০২১ সালে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স সম্পন্ন করেন।
শখের বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড অনেক আগে থেকে করলেও ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অফিশিয়ালি যাত্রা শুরু করেন ইমতিয়াজ। বর্তমানে ইউটিউবে ইমতিয়াজ অর্ণব এর ইউটিউব চ্যানেল “স্টোরি হেড” এর সাথে যুক্ত রয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ।
ইমতিয়াজ ইউটিউবে প্রথম দিকে দেশের বাইরের কন্টেন্ট ক্রিয়েটর দের এডুকেশনাল ভিডিও দেখতেন এবং দেশের মধ্যে চমক হাসান এর কন্টেন্ট বেশ উপভোগ করতেন কিন্তু ইমতিয়াজ যে ধরণের কন্টেন্ট দেখতে চাচ্ছিলেন সেধরণের কন্টেন্ট পাচ্ছিলেন না। তখন থেকেই নিজে কিছু করা যায় কি না সেই চিন্তাধারা থেকে কাজ শুরু করেন। পরবর্তীতে এনায়েত চৌধুরী, ঝংকার মাহবুব, খালিদ ফারহান, আয়মান সাদিক এবং সাদমান সাদিক সহ অন্যান্য বেশ কিছু ইউটিউবার ইমতিয়াজ কে আরো ব্যাপকভাবে অনুপ্রাণিত করে।
বিজ্ঞান কে মজারভাবে উপভোগ করা শুরু করেছিলেন কিভাবে জানতে চাইলে অর্ণব বলেন, “বিজ্ঞান কে আমাদের সবসময় শুধুমাত্র একটি বিষয় হিসেবে পড়ানো হয়েছে। কিন্তু বিজ্ঞান হচ্ছে মানব সভ্যতার সবথেকে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি। মানব সভ্যতার জ্ঞানের অন্য যেসব শাখা রয়েছে সেসব মানুষের প্রয়োজনে আবিষ্কার করা হয়েছে কিন্তু বিজ্ঞান ইউনিভার্সের শুরু থেকেই আছে এবং ইউনিভার্সের শেষ পর্যন্ত থাকবে। বিজ্ঞান মূলত হচ্ছে সত্যে পৌঁছানোর একটি মাধ্যম। বিজ্ঞান হচ্ছে প্রকৃতির সত্যতা যাচাই এর একটি মাধ্যম কিন্তু এই দারুণ ব্যাপারটা কেনো উপভোগ্য হবে না সেই চিন্তা থেকেই মূলত বিজ্ঞান কে দারুণভাবে উপভোগ করা শুরু করি এবং পরবর্তীতে ব্যাখা করা শুরু করেছি”।
গ্রাজুয়েশন শেষ করে নিজের পুরোটা দিয়ে পুরোদমে কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগী হবেন বলে জানিয়েছেন ইমতিয়াজ। বিজ্ঞান কে আরো বোধগম্য এবং মজার করে তুলে ধরতেই কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। শুধুমাত্র বিজ্ঞান এর শিক্ষার্থী নয় বরং সকলেই যাতে সুন্দর ভাবে বিজ্ঞান উপভোগ করতে পারেন এবং বিজ্ঞান যাতে একটা সিনেমার মতো মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে সেই লক্ষ্যেই কাজ করে যাবেন বলে জানিয়েছেন ইমতিয়াজ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.