লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে তিস্তা নদীতে ধরা পড়া ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার ৬ শত টাকা।
সোমবার (১৬ মে) সকালে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ঘুণ্টির বাজারের পাশে তিস্তা নদীতে জেলেদের জালে বোয়াল মাছটি ধরা পড়ে।
মাছটি ধরা পড়ার পড়েই স্থানীয় ঘুণ্টির বাজারে নিয়ে গেলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমায়। পরে মাছটি ওজন করলে জেলে দেখতে পান ১৭ কেজি।
ডিস্তা পাড়ের মফিজুল ইসলাম জানান, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি হয়েছে। যার ফলে সেখানকার জেলেরা মাছ ধরতে যান নদীতে। ভোর থেকে ইলিশ মাছসহ অনেক ধরণের মাছ ধরলেও হঠাৎ ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে তাদের জালে। পরে সেটি স্থানীয় ঘুন্টির বাজারে নিয়ে যান জেলেরা। ওই সময় ১৭ কেজি মাছটি ১৭ হাজার ৬শত টাকা বিক্রি করেন জেলেরা।
জেলে সাজু মিয়া জানান, কয়েকদিন থেকে তিস্তা নদীতে প্রচুর মাছ পাচ্ছি আমরা। এখানে আমরা ইলিশ মাছের দেখাও পাচ্ছি। এর আগে এখানে এত মাছ পাওয়া যেত না। তাই অনেকদিন পরে হলেও তিস্তা পাড়ে জেলেদের মুখে হাসি ফিরে এসেছে। স্থানীয় বাজারে মাছটি নিয়ে গেলে মফিজুলসহ মাছটি ১৭ হাজার ৬শত টাকা কিনে ভাগাভাগি করে নেন বলেও জেলে জানান।
ঘুন্টি বাজারের দোকান মালিক সমিতির সদস্য মফিজুল ইসলাম বলেন, বোয়াল মাছটি জেলে সাজু মিয়ার কাছ থেকে ১৭ হাজার ৬শত টাকায় কিনে ১৫ জন মিলে ভাগাভাগি করে নিয়েছি।
ঘুন্টি বাজারের তবারক হোসেন জানান, তিস্তা নদীতে এত বড় বোয়াল মাছ কোনদিন দেখিনি এটিই প্রথম। তাই ঘন্টি বাজারের সবাই মিলে মাছটি কিনে সবাই মিলে কেটে ভাগ করে নিয়েছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.