উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটে মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স হালাল পিওর ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
১৭মে(মোঙ্গলবার)বাগেরহাটের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রোহান সরকার এর নেতৃত্বে বাগেরহাট সদর উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এদিন প্রসিকিউটর হিসেবে বিএসটিআই খুলনার কর্মকর্তা প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা দায়িত্ব পালন করেন।
এ বিষয় তথ্য পাওয়া যায়,বিএসটিআই আইন ২০১৮ অনুসারে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন,বিক্রয় ও বিতরণ করার অপরাধে মেসার্স হালাল পিওর ড্রিংকিং ওয়াটার, সদর, বাগেরহাট নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়। এধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.