উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় দীর্ঘদিন ধরে ভূয়া কাগজপত্র তৈরি করে অবৈধ পন্থায় ডাক্তার হিসাবে পরিচয় দিয়ে সেবা দেওয়ার অপরাধে এম.এম.মনির নামে এক কথিত ডাক্তারকে ২ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে কচুয়া উপজেলার কচুয়া বাজারের সোনালী ব্যাংকের সামনের ২ য় তলায় এমএম মনিরের চেম্বারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল।ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে রোহান সরকার এই জরিমানা করেন।এ সময় তার সাথে ছিলেন সিভিল সার্জন অফিসের ডাঃ মেহেদী হাচান।
এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন,ডাক্তার পরিচয় দেওয়া এমএম মনির প্রাথমিক চিকিৎসার জন্য একটি ট্রেনিং করেছেন তার কোন এম.বিবি.এস ডিগ্রি নেই।এছাড়া তিনি একটি সরকারি রেজিষ্ট্রেশন নাম্বার ব্যাবহার করছেন কিন্তু তার ব্যাবহৃত নাম্বারটি ওয়েবসাইটে চেক করে দেখতে পাই সেটি অন্য একজন ডাক্তারের বিএমডিসি নাম্বার।মিথ্যা বিজ্ঞাপন দিয়ে অবৈধ ভাবে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ জনগণের সাথে প্রতারণার মাধ্যমে রোগীদের সেবা দিয়ে আসার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০৯ এর ৪৪ ধারায় তাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে,অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,ম্যাজিস্ট্রেটের সামনে তিনি ডাক্তার পরিচয় দেওয়ার মতো কোন বৈধ কাগজ পত্র উপস্থাপন করতে পারেনি।ডাক্তার পরিচয় দেওয়া এমএম মনির বাগেরহাটের হরিনখানা এলাকার মোঃসোহরাব হোসেনের ছেলে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.