মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা :
ভারতীয় বিএসএফ এর নিকট থেকে গত কয়েক দিন আগে ছিনতাই হওয়া রাইফেল সহ রানা নামে এক সন্ত্রাসী আটক হয়েছে।
১৭ মে সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর ঢালীপাড়া নামক স্থানে স্থানীয় জনগণের হাতে আটক হয় এই সন্ত্রাসী রানা।
এ সময় তার কাছে একটি ম্যাগাজিন ছাড়া ভারতীয় রাইফেল রাইফেল যার নাম্বার ২৪৩ ও একটি গামছা পাওয়া যায়। এই সন্ত্রাসীর নাম রানা, পিতার নাম মৃত আশরাফুল , গ্রাম নারায়জোল , সাতক্ষীরা সদর উপজেলা।
অস্ত্রের বিষয়ে জানতে চাইলে রানা জানায়, পাটকেলঘাটায় বাড়ি বর্তমান ভোমরায় থাকে নাম আজাহারুল, ইমরান ও জুলফিকার এই ৩ জনআমার কাছে অস্ত্রটি দিয়ে বলে সাতক্ষীরায় পৌঁছিয়ে দিতে মিনিময়ে আমাকে এক হাজার টাকা দেয়। তবে ভারতীয় মহিলা বিএসএফের নিকট থেকে ছিনতাই হওয়া এটা সেই অস্ত্র কিনা আমি জানি না। পরে প্রশাসন খবর পেলে বিজিবি এসে অস্ত্র সহ সন্ত্রাসী কে উদ্ধার করে নিয়ে যায়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.