মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও ঘোনা রেঞ্জে নিজ গুলিতে প্রাণ হারালেন বনকর্মী আখতারুজ্জামান (৪০)।
বুধবার (১৮ মে) দুপুর সাড়ে বারোটায় ভোমরিয়া ঘোনা বিটের আওতাধীন ভাদিতলা রাঙাঝিরি পাইয়াহলা নামক এলাকায় অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঈদগাঁও থানার একদল পুলিশ।
ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া জানান, নিহত আখতারুজ্জামানসহ আরেকজন সহকারী নিয়ে বাগানে নিয়মিত টহলে যায়। সেখানে তার নামে এন্ট্রি করা বন্দুকটির অসঙ্গতি দেখা দিলে নিজেই মেরামতের চেষ্টা চালায়৷ একপর্যায়ে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলায় লেগে অপর প্রান্ত থেকে বের হয়ে যায়।
সহকর্মীরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মৃতদেহ নিয়ে সদর হাসপাতালে অবস্থান করছেন বলে জানান। প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ বা মামলা করলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.