সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে হেনস্থা করার অভিযোগ ।
সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ )রাশেদুল ইসলাম রাশেদ ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার হাতকোপা গ্রামের মৃত কিরন মিয়া ও বেলাল হোসেনের স্ত্রী প্রায়ত সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের পালিত কন্যা অনন্যা হোসাইন মৌসুমি কে তার বাড়ীর সীমানা প্রাচীর (ওয়াল )নির্মানকালে তার প্রতিবেশি জাহের মোল্লা সহ এলাকার কতিপয় লোকজন ওয়াল নির্মানে বাধা প্রদানের অভিযোগ করলে তাৎক্ষনিক অনন্যা হোসাইন মৌসুমি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন,
অভিযোগ সূত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরিয়া গতো ১৯-০৫-২২ তারিখ রোজ বৃহস্পতিবার সময় আনুমানিক সকাল ১০. ৩০ ঘটিকায় অভিযুক্ত জাহের মোল্লা অজ্ঞাতনামা লোকজন নিয়ে পরস্পর যোগসাজশে তাদের হাতে থাকা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেআইনি ভাবে জনতাবদ্ধে মৌসুমির বাড়ির ভিতর অনধিকার প্রবেশ করিয়া ওয়াল নির্মান কাজে বাধা প্রদান করে বলে অভিযোগ করেন , পরে মোসুমি প্রতিবাদ করিলে তাহাকে বিবাদীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারপিট করিতে উদ্ধত হইয়া ভয় ভীতি সহ খুন ও জখমের হুমকি দেয়দেয় বলে অভিযোগ করেন
কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদী শাবল দিয়া মৌসুমি কে আঘাত করার চেষ্টা করে এবং তাহার পরিহিত জামা কাপর ধরিয়া টানা হেচড়া করিয়া মানহানি করে বলে অভিযোগ করেন
এ ঘটনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।তবে এই বিষয়ে বিবাদী পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.