দর্শনা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়ায় এক ব্যাবসায়ীর দোকানের টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ছিনতাইয়ের এ ঘটনায় দোকানি নুর ইসলাম কথিত আলোচিত সাংবাদিক আলমগীর কবিরের বিরুদ্ধে দর্শনা থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ করেছেন। অভিযুক্ত আলমঙ্গীর কবীরকে গ্রেফতার করেছে পুলিশ
অভিযোগে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের তমালতলা পাড়ার আনারুলের ছেলে মেসার্স নুস হবা স্টোরের স্বত্তধীকারী নুর ইসলাম গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার মাকে দোকানে বসিয়ে রাতের খাবার খেতে ঘরে যায়। এসময় দর্শনা মোহাম্মদপুরের মৃত আরমান ওরফে বড় মিয়ার ছেলে আলোচিত কথিত সাংবাদিক আলমঙ্গীর কবীর ব্যাবসায়ীর দোকানের ক্যাশ বাক্সর ড্রয়ার ছিনিয়ে নিয়ে ভো-দৌড় দেয়। পিছু নেয় নুর ইসলামের মা নুরজাহান বেগম। মহিলা মানুষ হওয়ায় দৌড়ে আলমগীর কবিরকে ধরতে পারে না।
নুর ইসলাম জানায়, ঘটনার কিছুক্ষন আগে আলমগীর আমার দোকানে আসে এবং বিকাশ থেকে ১শ টাকা তোলে। মায়ের কাছে দোকান রেখে রাতের খাবার খেতে গেলে সে দোকানের ড্রয়ার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আমি ততক্ষনাৎ বিষয়টি দর্শনা থানা পুলিশকে জানায় এবং থানায় হাজির হয়ে অভিযুক্ত ছিনতাইকারী আলমগীর কবিরের বিরুদ্ধে নগদ ১২ হাজার টাকা টাকা, বিকাশের সিমসহ তিনটি মোবাইলসেট ছিনিয়ে নিয়ে যাবার অভিযোগ করেছি। এ ঘটনায় অভিযুক্ত কথিত সাংবাদিক আলমঙ্গীর কবীরকে রাত ১২ টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দর্শনা থানা পুলিশ।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুল কবির বলেন, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.