শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত দুজন আসামী কে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় শালিখা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান করেন শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল।
আসামিরা হলেন উপজেলার তালখড়ি ইউনিয়নের ফারুক হোসেন (৩৫) ও কামাল হোসেন (২৫)। তারা উভয়ই ছান্দড়া গ্রামের ইসরাইল মোল্লার ছেলে। গতকাল বুধবার এক গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলামের নেতৃত্বে এসআই লালটু, পিএসআই মনজুরুল, মাসুম বিল্লা সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাগুরার সদর থানাধীন জেনারস স্কুলের সামনে থেকে ওইছাখাদা বাজার থেকে সাজা গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান আসামি ফারুক হোসেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি। তার নামে শালিখা থানায় সমসাময়িক নাশকতামূলক আরো ৬ টি মামলা রয়েছে। এছাড়া তিনি আরও জানান গ্রেফতারকৃত আসামিরা তাদের সহযোগীদের সহায়তায় বাসে অগ্নিসংযোগ, জনসমাবেশে পেট্রোল নিক্ষেপ করা সহ দেশ দ্রোহী ও নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
২০১৩ সাল হতে বিভিন্ন এলাকায় নানা ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছত্রছায়ায় থেকে টেন্ডারবাজিসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করত তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.