মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আতাহার নয়ানগর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ধান বোঝাই ট্রাক্টর উল্টে একজন ধান কাটা শ্রমিক নিহত ও ১১জন আহত হয়েছে।
নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার শাহেদ দফাদারের ছেলে শাজাহান আলী (৪৫)। আহত ১১জন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাজশাহীর তানোর এলাকা থেকে ধান কাটা শেষে মজুরির ধানসহ ১২ জন শ্রমিক একটি ট্রাক্টরে করে বাড়ি ফিরছিল। আতাহার নয়ানগর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর টি উল্টে যায়। খবর পয়ে আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাজাহান আলী কে মৃত বলে ঘোষণা করেন। এবং আহত ১১ জন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।