গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.রহমত আলী:
আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন নাটোরের গুরুদাসপুরের কালাকান্দর এলাকার উপকারভোগী ৩৬ পরিবার পেল ১টি
করে সেলাই মেশিন।
(২১মে) শনিবার উপজেলা ভূমি র্কাযালয় থেকে ওই সেলাই মেশিন প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এসময় ইউএনও মো.তমাল হোসেন, এসিল্যান্ড মো. আবু রাসেল ও উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া উপস্থিত ছিলেন।
ইউএনও তমাল জানান, র্কমসংস্থান বৃদ্ধিরলক্ষ্যে উপকারভোগীদের সেলাই মেশিনসহ বভিন্নি রকম সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার ২৯৪ উপকারভোগী পরিবারকে এই সেলাই মেশিন সহায়তা দেওয়া হবে।
২শতক জমির ওপর প্রধানমন্ত্রীর ঘর পাওয়া প্রতিবন্ধী আব্দুল জব্বারের স্ত্রী খাদিজা বেগম ও শহীদুল সরদারের স্ত্রী উজালা বলেন, তাদের স্বামীঠিকমতো কাজর্কম করতে পারেন না। দর্জির কাজ শিখেছেন। সেলাই মেশিন দিয়ে তারা তাদের আয় বাড়াবেন। এভাবে স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.