মিলন হোসাইন/শফিকুল ইসলামঃ
চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়া গ্রাম থেকে জাকারিয়া নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মুচিপাড়া সড়কের উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে বন্ধুদের সঙ্গে মাদক সেবনে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান টেরপেয়ে ভো-দৌড় দিয়ে পালাতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারান।
ঘটনা স্থলে নিহতর লাশের সুরতহাল রিপোর্ট শেষে দর্শনা থানায় নেওয়া হয় লাশ। মৃত ব্যাক্তির পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গাংনী থানাধীন আসমানখালি গ্রামের মাও. আঃ লতিফ ছেলে ও চুয়াডাঙ্গার জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক এবং আলমডাঙ্গা গাংনী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
জানা গেছে, গতকাল রবিবার বিকাল সোয়া ৪ টার দিকে এক মোটরসাইকেল যোগে তিন বন্ধু মিলে ফেনসিডিল সেবনের উদ্দ্যেশে যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রামের তামালতলা মাঝপাড়ার আবুল কালামের স্ত্রী মাছুরার বাড়িতে।
এ সময় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এসময় মাদক সেবনকারী মাদক ক্রয়ের জন্য মাদক ব্যাবসায়ীর বাড়ি ঢুকতেই চোখে পড়ে মাদকদ্রব্য নিয়নন্ত্রণ অধিদপ্তরের অভিযান। তাদের দেখে নিজেকে রক্ষা করতে ভো-দৌড় দেয় মাদক ক্রয়ে আসা সেবনকারীরা। এতে দুই বন্ধু চুয়াডাঙ্গা মুক্তিপড়ার আঃ লতিফের ছেলে রানা (৪৫) ও চুয়াডাঙ্গা কোর্ট পাড়ার ইসরায়েল হোসেনের ছেলে ইমদাদুল হক বাবু (৪৮) দু’জন পালিয়ে গেলেও গুরুত্বর অসুস্থ হয় জাকারিয়া নামের ওই মাদক সেবনকারী।
এসময় গ্রামের মুচিপাড়া হেরিং রাস্তার উপর লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়। খবরপেয়ে দর্শনা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তুল্লাহ, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।
এসময় গ্রামের তামালতলা মাঝপাড়ার আবুল কালামের স্ত্রী মাছুরা বেগমের বাড়ি মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা সহ মাছুরা বেগমকে আটক করেন। এসময় মাদকদ্রব্য ক্রয়ের উদ্দ্যেশে মাছুরার বাড়ি পৌছালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান টেরপেয়ে ভো-দৌড় দেয় সে। এতে করে দৌড়ে পালানোর সময় একই গ্রামের মুচিপাড়ার নজুর বাড়ির নিকট পৌছালে অসুস্থ হয়ে ইটের হেরিং রাস্তার উপর লুটিয়ে পড়ে যায় জাকারিয়া। স্থানীায় লোকজন উপস্থিত হয়ে চিকিৎসার জন্য
হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার কালে ঘটনাস্থলে তার মৃত্য হয়।
এসময় উপস্থিত লোকজনের খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় দর্শনা থানা পুলিশ।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,এইচ,এম লুৎফুল কবীর বলেন, আকন্দবাড়ীয়া গ্রামে ফেনসিডিল খেতে গেলে বাড়ির ভিতর আবগারি অভিযান চালাচ্ছে এই সব দেখে দৌড় মারতে গিয়ে নজুর বাড়ির নিকট পৌছালে সে অসুস্থ হয়ে মারা যায়। সেখান থেকে আমরা লাশ উদ্ধার করে থানায় নিই। মৃত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করে দিয়েছি।