মিলন হোসাইন/শফিকুল ইসলামঃ
চুয়াডাঙ্গার দর্শনা বাউল পরিষদের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু লাঠি খেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার।
দিনব্যাপি হা ডু ডু ও লাঠিখেলা উপভোগ করেন অত্র এলাকার আমজনতা।
সন্ধায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউল পরিষদের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি সদস্য ও জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াসির আরাফাত মিলন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান মজ্ঞু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গা দর্শনা ব্যুরো প্রধান হারুন অর রশিদ রাজু।
প্রথমে স্বাগতম বক্তব্য দেন দর্শনা বাউল পরিষদের সম্মানিত সভাপতি ও দেশবরেণ্য শিল্পী মনিরুজ্জামান ধীরু,প্রধান অতিথি বলেন চুয়াডাঙ্গা জেলায় বাংলার ঐতিহ্য ধরে রেখেছে দর্শনা বাউল পরিষদ আরো বলেন দর্শনা আকন্দবাড়িকে মাদক মুক্ত করতে সবার অক্যবদ্ধ হতে হবে ।
বিশেষ অতিথি অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির বলেন গ্রাম বাংলার ঐতিহ্য হা ডু ডু ও লাঠিখেলা তাই এটা আমাদের ধরে রাখতে হবে এছাড়া দর্শনাকে মাদক মুক্ত করতে সকালের সহযোগিতা কামনা করেন,আলোচনা শেষে রাত সারে ১০ টায় বিচ্ছেদ গান অনুষ্ঠিত হয়।
গান করিবেশন করেন দর্শনা বাউল পরিষদের শিল্পগন,অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল।।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.