উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট:
বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানে থাকা ২ যাত্রী নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন ভ্যানচালক। বুধবার (২৫ মে) সকাল ৯.৩০ মিনিটের সময় বাগেরহাট-পিরোজপুর সড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানাযায়,নিহতদের মধ্যে একজনের বাড়ি বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামে।নিহত ব্যাক্তি বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) এবং অপরজন কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)।এ রির্পোট লেখা পর্যন্ত আহত ভ্যানচালকের নাম-পরিচয় জানা যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃগোলাম সরোয়ার বলেন, ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই রেশমী বেগম নামে এক নারী নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.