এ এইচ রিপন ভোলা, জেলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং কোস্ট ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় “জনবান্ধব ও সেবামুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে অভিযোগ ব্যবস্থাপনা ও তথ্যের অবাধ প্রবাহ শক্তিশালীকরণ” শীর্ষক কর্মশালা আজ ২৫ মে ২০২২ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নিরব হোসাইন, ইউপি প্রতিনিধিগণ, ইউনিয়ন পর্যায় থেকে বিভিন্ন তরুন স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলিন। কোস্ট ফাউন্ডেশন, সিইপিআই প্রকল্পের প্রোগ্রাম অফিসার ফাহিমা আক্তারের সঞ্চালনায় সেশন পরিচালনা করেন করেন প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ মনিরুজজামান ও প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ এবং সার্বিক সহযোগিতা করেন প্রকল্প সহায়তাকারী নোমান শরীফ।
উক্ত কর্মশালায় ব্যাবহারিক চর্চা’র মাধ্যমে প্রান্তিক পর্যায়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থপনা ও তথ্য অধিকার বিষয়ক সরকারি নীতি-নির্দেশনা বাস্তবয়নের কৌশলসমূহ আলোচনা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহন করা হয়, বিশেষ করে তরুন স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় জনসাধারনকে অনলাইনে অভিযোগ দাখিল ও নিস্পত্তি প্রাপ্তিতে সহায়তা ও উৎসাহিত করা, তথ্য অধিকার আইন বাস্তবায়নের প্রায়োগিক দিক সমূহ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ফ্রন্ট ডেস্ক স্থাপনের মাধ্যমে জনসাধারনকে সহায়তা করা এবং অভিযোগ নিস্পত্তি কমিটি কর্তৃক প্রতি ১৫ দিন পর পর অভিযোগ বক্স উন্মুক্ত করা ও সমাধোনের মাধ্যমে সেবার মান বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.