রাসেদুল ইসলাম রাসেল, সোনারগাঁ,নারায়নগন্জ:
কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকান্ডের শিকার দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ জি,আর ইনিষ্টিটিউশনের শিক্ষক মশিউর রহমান কে অদ্য ২৫/৫/২০২২ তারিখ সন্ধ্যা ৭ঃ৩০ মিঃ সোনারগাঁ স্বাস্হ্য কমপ্লেক্সে তার শারীরিক অবস্খার খোঁজ খবর নিতে উপস্থিত হন সোনারগাঁ(৩) নারায়নগন্জ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।
কর্তব্যরত ডাক্তারের কাছে মশিউরের বর্তমান শারীরিক অবস্খা জানতে চান তিনি। এই ঘটনার পরিপ্রক্ষিতে থানায় কোন অভিযোগ পত্র জমা দিয়েছে কি না তা তিনি মশিউরের কাছে জানতে চান । তিনি বলেন , কোন সাংবাদিকের উপর হামলা আমি বরদাস্ত করব না। সাংবাদিকরা আমার ভাই, আমি বেঁচে থাকতে সাংবাদিকদের উপর হামলাকারীরা কখনো রেহাই পাবে না।
সেই সময় তিনি তার মুঠো ফোন থেকে ফোন করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানকে নির্দেশ দেন অভিযোগের ভিত্তিতে দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় যেন নিয়ে আসা হয়।
সকল সাংবাদিক ভাইদের উদ্দেশ করে তিনি বলেন, আজ পারিবারিক ভাবে যদি এই বিষয়টির বিচার হয়ে যায় তবে ঐ কিশোর গ্যাংয়ের সদস্যরা এর চেয়ে বড় যে কোন অপরাধ করতেও পিছ পা হবে না। তাই তাদের আইনের আওতায় এনে এমন বিচার করতে হবে যে,ভবিষ্যতে ইভটিজিং , মারামারি, হানাহানি করতেও যেন তাদের বুক কাঁপে।
এসময় সোনারগাঁয়ে ৪ থেকে ৫ টি প্রেস ক্লাবের ২৫/৩০ জন সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের যে কোন বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এমপি লিয়াকত হোসেন খোকা।এমপি খোকার এমন বক্তব্যে সকল সাংবাদিকবৃন্দ আশ্বস্ত হন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.