লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউপি'র দৈখাওয়ায়' মাদক চোরাকারবারি ও মাদক ব্যবসার ডিলার হিসেবে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুস সালামের মেয়ে ছনিয়া খাতুন।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর মেয়ে জানান- কতিপয় ব্যাক্তি হিংসাত্তক ভাবে সাংবাদিকগনকে মিথ্যা তথ্য প্রদান করে আমাদের পরিবারকে হেয়প্রতিপর্ণ করছেন বলে আমি মনে করছি। প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিক্তিহীন বলে দাবী করা হয়
জানা যায়, গত ২১ মে বিভিন্ন গনমাধ্যমে থানা পুলিশকে ম্যানেজ করে ইয়াবা,ফেনসিডিল ও গাজাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রয় করে এমন সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবী করেন ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন। এ সময় তিনি আরো দাবী করেন, এলাকার কতিপয় লোকজনের সাথে তার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কতিপয় ব্যাক্তি সাংবাদিকদের মিথ্যা ও মনগড়া তথ্য প্রদান করে বিভ্রান্ত সৃষ্টি করচ্ছেন।
সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ করেন ভুক্তভোগী ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে গোতামারি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য রোকুনুজ্জামান, সাবেক ৬নং ওয়ার্ড সদস্য আতিয়ার রহমানসহ স্থানীয় গনমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.