মোঃ তহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার।
চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানার অফিসার ইনচার্জ হিসেবে গত ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর যোগদান করেন এ এইচ এম লুৎফুল কবীর। তার যোগদানের পরই চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নির্দেশ ক্রমে পাল্টে দিচ্ছে দর্শনা থানার গুরুত্বপূর্ণ স্থানের অপরাধ প্রবণতা। সাথে নিয়েছে এ এস আই নি: সুমন্ত বিশ্বাসকে।
সদা সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ওসি এ এইচ এম লুৎফুল কবীর দর্শনা থানায় যোগদানের পর থেকে এলাকার অপরাধ দমনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষের মতামত ও পরামর্শ নেওয়ার জন্য এস আই নি: সুমন্ত বিশ্বাস এর সাথে করে নিজ উদ্যোগে পৃথক পৃথক ভাবে মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ অনুযায়ী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ান্ত্রণের জন্য যথাযথ কৌশল অবলম্বন করে ঢেলে সাজিয়েছেন থানায় কর্মরত পুলিশ সদস্যদের।
ওসি এ এইচ এম লুৎফুল কবীর তিনি যোগদানের পর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সড়ক মহাসড়কে টহল জোরদার করা হয়েছে এবং এলাকার পাড়া মহল্লায় অফিসারদের এলাকা ভিত্তিক ভাগ করে পাহারা বসানো হয়েছে।
নদীপথে কেউ যেন অপরাধ করতে না পারে সেজন্য নদীপথে টহল জোরদার করা হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ড মোঃ- অনু বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য ওসি এ এইচ এম লুৎফুল কবীর যে এস আই নি: সুমন্ত বিশ্বাস এর সাথে করে য়ে পদক্ষেপ গ্রহণ করেছেন তাতে এলাকাবাসী সহ আমরা মুক্তিযোদ্ধারা সন্তুষ্ট।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামি লীগের সাধারন সম্পাদক আজাদুর ইসলাম আজাদ বলেন, পুলিশ জনগণের বন্ধু এটা স্বল্প সময়ের মধ্যেই প্রমাণ করে দিয়েছেন ওসি এ এইচ এম লুৎফুল কবীর
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাফুজুর রহমান মঞ্জু বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার যে সকল গুণাবলি থাকা প্রয়োজন, সেগুলো ওসি এ এইচ এম লুৎফুল কবীর এর মধ্যে রয়েছে। তিনি বাল্যবিবাহ, মাদক, জঙ্গি তৎপরতা, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি দমনে সক্রীয় রয়েছেন।
দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান: আলী মুনছুর বাবু বলেন ওসি এ এইচ এম লুৎফুল কবীর একজন সদালাপী মানুষ। এরকম নিষ্ঠাবান, কর্মঠ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাই পারেন এলাকায় শান্তি ফিরিয়ে আনতে। তার পেশাদারীত্ব আমাদেরকে মুগ্ধ করেছে।
এস আই নি: সুমন্ত বিশ্বাস বলেন মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে-মাদককে রুখে দিতে দর্শনা বাসি প্রথম কাতারে আসীন থাকবে। আমি বিশ্বাস করি, এ যুদ্ধে দর্শনা বাসি জয়ী হয়ে দর্শনা মাদক আগ্রাসনের জায়গা নয়। যেখানে মানুষ ঐক্যবদ্ধ হয় সেখানে জয় সুনিশ্চিত। দর্শনাকে মাদকশূন্য করবোই করবো। মাদকের বিরুদ্ধে গর্জন শুনতে চাই।
ওসি এ এইচ এম লুৎফুল কবীর বলেন এতে আমার কোন কৃতিত্ব নেই এই কৃতিত্বের একমাত্র অধিকার চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার আমার শ্রদ্ধেয় স্যার মোঃ জাহিদুল ইসলাম তার নির্দেশক্রমে আমি চলি এবং তার নির্দেশক্রমে আমি যথাযথ ব্যবস্থা নেই।
ওসি এ এইচ এম লুৎফুল কবীর আরো বলেন আমরা প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে সমাজের শান্তিশৃঙ্খলা সমুন্নত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। পুলিশ জনগণের বন্ধু এটা শুধু শ্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়, কথা এবং কাজে তার প্রমাণ থাকতে হবে।
আমি সকলের সহযোগিতা পেলে দর্শনা থানার সেবাকে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌছে দেবো এবং দর্শনা বাসীর কাছে দর্শনা থানার নিত্য নতুন সেবা উপস্থাপন করতে পারবো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.