রেজওয়ানুল ইসলাম রনি, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ - ২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ, সুনামধণ্য চিকিৎসক, সিরাজগঞ্জ জেলা সমিতির মান্যবর উপদেষ্টা, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত), অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত মুন্না ও সিরাজগঞ্জ পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুর রউফ মুক্তার ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতি ভবনে আগমনকে কেন্দ্র করে, সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজধানী ঢাকার মিরপুর - ২ এ অবস্থিত সমিতির স্থায়ী ভবনে।
সিরাজগঞ্জ জেলা সমিতির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস আর তালুকদারের সভাপতিত্বে ও সংগঠনের বিভাগীয় সচিব - শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনির সঞ্চালনায় সংবর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের মহা-সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী কবির হায়দার, সাবেক সভাপতি ড. মো: আবু সাঈদ খান, বিভাগীয় সচিব জাহাঙ্গীর আলম বাঁশি, নির্বার্হী সদস্য নবী নেওয়াজ খান বিনু, নির্বাহী সদস্য নাসির উদ্দিন বাদল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, কামারখন্দ উপজেলা যুব পরিষদ ঢাকার আহবায়ক মো: আনিসুর রহমান মুরাদ প্রমুখ।
উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, কামারখন্দ উপজেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, জেলা সমিতির সহ: সাংগঠনিক সচিব সিরাজুল ইসলাম রাজু, আজীবন সদস্য ও ইনকাম ট্রাক্সের অবসর প্রাপ্ত উপ-কমিশনার আবু সাঈদ খান সহ বিশিষ্ট জনেরা।
সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে জেলা সমিতির মান্যবর উপদেষ্টা ও সিরাজগঞ্জ - ২ আসনের সাংসদ অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত মুন্না এম.পি বলেন, রাজধাণী ঢাকার বুকে এক টুকরো সিরাজগঞ্জ হলো সিরাজগঞ্জ জেলা সমিতির এই ভবন। এ সমিতি সিরাজগঞ্জ বাসীদের অনেক ভালোবাসার প্রতীক, তাই এ সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলকে এক হয়ে কাজ করতে হবে। অধ্যাপক ডা: মুন্না নিজের পক্ষ থেকে সমিতিকে পূর্ণ সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন, করোনা কালের স্থবিরতার পরও বর্তমানে জেলা সমিতি এক নান্দনিক রুপ পেয়েছে। ভবিষ্যতে, ঢাকার বুকে সিরাজগঞ্জ জেলা সমিতি দেশের অন্যতম প্রতিষ্ঠিত জেলা সমিতিতে রুপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভার আরেক সংবর্ধিত অতিথি, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, ঢাকার বুকে সিরাজগঞ্জ জেলা সমিতি আমাদের গর্ব। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি ঢাকায় অবস্থানকারী সিরাজগঞ্জের ব্যবসায়ীদের সিরাজগঞ্জে বিনিয়োগের আহবান জানান। এছাড়া সমিতির উন্নয়ন কর্মকান্ডে আর্থিক সহযোগীতার আশ্বাস দেন ও সমিতি ভবনের অসম্পূর্ণ কাজ গুলো শেষ করতে তার সহযোগীতা থাকবে বলে উল্লেখ করেন।
সভা শেষে সমিতির পক্ষ থেকে সংবর্ধিত অতিথি বৃন্দকে ক্রেস্ট ও উত্তরীও পরিয়ে সংবর্ধিত করা হয়। উক্ত সভায় ঢাকায় বসবাসকারী সিরাজগঞ্জের প্রায় পাঁচ শতাধিক সদস্য ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.