শহিদুল ইসলাম, ঝিনাইদহ মহেশপুর থেকেঃ
ঝিনাইদহের মহেশপুরে নানা বাড়ীতে বেড়াতে এসে রাস্তা পারাপারের সময় মটর সাইকেল দূরর্ঘটনায় ফারিহা খাতুন (৫) নামের এক শিশু কন্যার করুন মৃত্যু হয়েছে।
নিহত শিশু ফারিহা খাতুন মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। ঘটনাটি ঘটেছে রোববার বিকাল ৪টার দিকে মহেশপুর-চৌগাছা সড়কের বেলেমাঠ নামক স্থানে।
জানা গেছে শিশু ফারিহা খাতুন গত ২৭মে শনিবার বিকালে বেলেমাঠ গ্রামের নানা মোতালেবের বাড়ীতে বেড়াতে আসে। রোববার বিকাল ৪টার দিকে ফারিহা নানা বাড়ীর সামনের রাস্তা পারাপারের সময় একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারিরা ও রাস্তার পাশে থাকা প্রতিবেশীরা দ্রত শিশুটিকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিপা খাতুন তাকে বলে মৃত ঘোষনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.