ডেস্ক রিপোর্ট:
সাভার মডেল থানার মামলা নং ৫৮, তাং ২৮/০৫/২০২২ইং ধারা-৭, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী ২০০৩) এর এজাহারনামীয় একমাত্র আসামী অপহরনকারী মোঃ ইমনকে ২৮/০৫/২০২২ইং গ্রেফতার করেছে ঢাকা জেলার সাভার মডেল থানার কাউন্দিয়া ক্যাম্পের পুলিশ।
সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়ন নিবাসী অপহৃত কিশোরী ভিকটিমকে ও এ সময় আসামীর হেফাজত থেকে উদ্ধার করা হয়।
ঢাকা জেলার সুযোগ্য, স্বনামখ্যাত ও সুদক্ষ পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক ও যথাযথ নির্দেশনায় অপহরণকারী আসামী ইমনকে গ্রেফতার ও অপহৃত কিশোরী ভিকটিমকে মামলা রুজু হওয়ার দ্রুততম সময়ের মধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) জনাব মোঃ হুমায়ন কবির, সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহিদুল ইসলাম ও সাভার থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, পিপিএম এর নির্দেশনা ও নেতৃত্বে সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুব্রত দাস সঙ্গীয় ফোর্সসহ ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন সিকশন এলাকা হতে আসামী ইমনকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.