লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ মো. নূরুল হক (২৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে প্রাইভেটকারে করে পাচারের সময় আটক করেছে র্যাব।
রোববার (২৯ মে) ভোরে কিশোরগঞ্জ জেলা সদর নতুন জেলখানা মোড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এ মাদক কারবারিকে আটক করে। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ এবং এর আশেপাশের জেলাগুলোতে কিছু মাদক ব্যবসায়ী প্রাইভেট কারে করে বিভিন্ন সময় মাদকদ্রব্য পাচার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে এ এলাকায় র্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি র্যাব টহল জোরদার করে। এই ধারাবাহিকতায় রোববার (২৯ মে) ভোররাত ৩টা থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানার মোড় এলাকায় র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১৪, সদর কোম্পানী ময়মনসিংহ চেকপোস্ট স্থাপন করে। এই চেকপোস্ট পরিচালনা করার সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক হলে প্রাইভেট কারটি তল্লাসি করে ৫৬ কেজি গাঁজা’সহ মাদক কারবারি মো. নুরুল হক কে আটক করা হয়। এ সময় তার নিকট হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.