মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধি:
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শুকইনপুর ও ফরফরা গ্রামের ৭৫ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে এসএসসি ২০১৪ ও এইচএসসি ২০১৬ ব্যাচ বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারা বাংলাদেশের এসএসসি ২০১৪ ও এইচএসসি ২০১৬ ব্যাচের বন্ধুদের নিয়ে গ্রুপটি গঠিত। সিলেটের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হলে বিভিন্ন পরিবার ক্ষতিগ্রস্ত হয়। পানি কমে গেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পাশে দাঁড়িয়েছে এসএসসি ২০১৪ ও এইচএসসি ২০১৬ ব্যাচ বাংলাদেশ।
গ্রুপের সবার পক্ষ হতে ফান্ডের টাকা দিয়ে ত্রাণ নিয়ে সরাসরি বন্যার্তদের হাতে তুলে দিতে ঢাকা থেকে সিলেটে আসেন কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মুস্তাফিজুর রহমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোবারক হোসেন নিরব এবং টাংগাইল জেলা প্রতিনিধি এনামুল হোসেন। এছাড়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি শীতল, সিলেট জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং সদস্য আদিল কামরান, পারভেজ আহমদ শাকিল ও মুহিন আহমদ উপস্থিত ছিলেন।
২৮ মে শনিবার দুপুর ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সদস্য জালাল আহমদের উপস্থিতিতে শুকইনপুর ও ফরফরা গ্রামের ৭৫ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্রতি ব্যাগে ছিল ৩ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, সয়াবিন তেল ৫০০ গ্রাম, লবন ৫০০ গ্রাম, মসুরি ডাল ৫০০ গ্রাম, বিস্কুট ১ প্যাকেট, ট্যাংক ১ প্যাকেট ও স্যালাইন ২ প্যাকেট।
গ্রুপের এডমিন-মডারেটর-জেলা প্রতিনিধি প্যানেল বলেন, দেশের যেকোনো দুর্যোগে এবং বন্ধুদের দুঃসময়ে গ্রুপটি পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে।