মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে সোমবার ৫ মে বিকালে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় তেতুলিয়া নদী হতে একটি ড্রেজার অবৈধভাবে বালু উত্তোলন করে পাশ্ববর্তী অন্য উপজেলায় পালিয়ে গেলেও ড্রেজার থেকে উত্তোলিত অবৈধ বালু বলগেট করে বোরহানউদ্দিন অংশে বিপণনের উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ফারুক মোল্লা ড্রেজারের একজনকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ (তিন) মাসের কারাদন্ড প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান বলেন, জনস্বার্থে তেতুলিয়া নদীতে আজ অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd