ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট ঈদগাঁহ মাঠে যুবদল ও ছাত্রলীগ একই সময়ে কর্মসূচী ঘোষনা করায় ১৪৪ ধারা জারি করা হয়।
২৯ মে রোববার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান ঐ স্থানে আইন শৃংখলা অবনতি রোধে ১৪৪ ধারা জারির আদেশ দেন। জানা যায়, ৩০ মে সোমবার ইউনিয়নের দানারহাট ঈদগাঁহ মাঠে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও একই স্থানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বেগুনবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী ঘোষনা করে।
এ অবস্থায় ঐ ২ পক্ষের মধ্যে সাংঘর্ষিক অবস্থানের কারনে উত্তেজনা দেখা দেয়।
পরে আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে ঠাকুরগাঁও জেলা বিশেষ শাখার পুলিশ সুপারের সুপারিশক্রমে ঈদগাঁহ মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.