হেলালি খাতুন দিপা, ষ্টাফ রিপোর্টার,রাজশাহীঃ
রাজশাহীর শিবগঞ্জ বিনোদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ও এস,এস,সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনার দেওয় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শফিকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনোদপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি ছিলেন: জামিল উদ্দিন ম্যানেজিং কমিটির সভাপতি,ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বিনোদপুর ইউনিয়ন শাখা,
বিশেষ অতিথি ছিলেন : আলহাজ্ব আমিনুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক। আশুরউদ্দীন সহকারী শিক্ষক অবসর প্রাপ্ত বিনোদপুর বালিকা উচ্চ বিদ্যালয়। বেনজির আহামেদ সভাপতি সেচ্ছাসেবী লীগ বিনোদপুর ইউনিয়ন শাখা, রবিউল ইসলাম (রবু) সভাপতি আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড, এইচ এম ইসমাইল সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা, মাহবুব হাসান (লিটন) সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা, অসিম কামাল (তাজ) সাবেক,সাধারণ সম্পাদক ছাত্রলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা, রফিকুল ইসলাম (ফটিক) সাবেক সভাপতি,বিনোদপুর উচ্চ বিদ্যালয়,
সার্বিক পরিচালনা করেন : খাইরুল ইসলাম সহকারী শিক্ষক বিনোদপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ। শিক্ষার্থীদের উদেশ্য বক্তব্য দেন পরীক্ষার হলে স্যারদের সাথে ভাল ব্যবহার করতে হবে। পরিবেশ ভাল রাখতে হবে। প্রশ্নেপত্রের কোন সম্যসা হলে স্যারের কাছ থেকে জেনে নিওয়া। ভালোবাবে পড়ালেখা করতে হবে।
পরিক্ষার হলে যাওয়ার আগে দেখবে ভালো করে প্রয়োজনীয় কাগজ নিতে হবে । যেমন কলম,এডমিট কাড,রেজিস্টেসন কাড,এস্কেল ইত্যিদি। উত্তর পএ হাতে পাওয়ার পর মনযোগ সহকারে রোল রেজিস্টেসন পুরন করতে হবে।
১।প্রথমে প্রশ্ন পএ পেলে সবার আগে প্রশ্ন পএের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবে।
২।এর পরে দেখবে কোন প্রশ্ন টি তুমি ভালো পারো সেটিকে আগে লিখবে। ৩।লেখার সময় খেয়াল রাখবে যেন বানান ভুল না হয়।
৪।কোন বিভাগ থেকে কতটি প্রশ্ন লেখতে বলেছে খেয়াল রেখে লিখবে। ৫।তোমার আসে পাসে আমাদের স্কুলের যারা দুরবল আছে তাদের যতটা পাড়বে হেল্প করবে।
৬।বেশি কথা বলবে না যে শিক্ষকরা হলে থাকবে তাদের সন্মান করবে।
৭।প্রশ্ন লেখা শেষ হলে ভালো করে পড়ে দেখবে শেষ পর্যন্ত।
৮। নৈবেক্তিক উত্তর পএ হাতে পেলে রোল রেজিস্টরসন নম্বর ভালো করে মনযোগ সহকারেপুরন করো।
পরিশেষে সকল শিক্ষার্থীদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করা হয়। এবং সকল শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.