মিলন হোসাইন/শরিফুল ইসলাম:
দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আলী মুনছুর বাবু দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন।
সারাদেশে স্কুল-কলেজগুলোতে স্থাপন করা হয়েছে ডিজিটাল ল্যাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণ করা এসব কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবে প্রযুক্তির হালনাগাদ সব সুযোগ সুবিধা রাখা হয়েছে ।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিদর্শন করেন ও শেখ রাসেল ল্যাবের প্রতিটি ল্যাপটাপ ও স্কুলের ক্লাস রুম এবং স্কুলের বিজ্ঞানাগার ঘুরে দেখেন ।
এ বিষয়ে তিনি বলেন, ল্যাবগুলো মানসম্মত করার জন্য শুরু হতেই বিশেষ নজর দেয়া হয় তার দিকে নজর রাখতে হবে এবং স্মার্টফোন ও ট্যাবের মাধ্যমে হালনাগাদ প্রযুক্তির সাথে যেন পরিচিত হয় শিক্ষার্থীরা।
স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীরা এসব ডিভাইস দিয়ে আনন্দের সাথে শিখতে পারবেন বলে মনে করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাপতি মোঃ শফিকুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.