জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :
ইতালিতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠান । কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করায় সফলতার মুখ দেখছে ইতালিতে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীরা। একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা শুরু করে গড়ে তুলেছেন একাধীক ব্যাবসা প্রতিষ্ঠান ।
ইতালির ভেনেতো বিভাগের একটি শহর ত্রেভিজো । এই শহরে বসবাস প্রায় ৫ হাজার বাংলাদেশী। বেশিরভাগ বাংলাদেশী বিভিন্ন শিল্প কারখানা কাজের সাথে জরীত । কিছু সংক্ষক বাংলাদেশী রয়েছেন ব্যাবসায়ী। এই প্রথমবারের মতো ত্রেভিজো শহরে ভিয়া বিবানো ১১ নাম্বারে বাংলাদেশী মালিকানাধীন লা হিলশা নামে রেস্তোরাঁর উদ্ভোধন করা হলো। আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে রেস্তোরাঁটির উদ্ভোধন করেন ত্রেভিজো শহরের বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ মোঃ মাসুদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দ র মধ্যে মোরশেদ আলম , ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল , আকাশ মজুমদার , মিয়া ইসমাইল , হাসিবুর রহমান , ওবায়দুর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ । লা হিলশা রেস্তোরাঁর কর্ণধার মোনায়েম জানান, ইতালির মাটিতে দেশের জাতীয় মাছ ইলিশের নামে রেস্তোরাঁ র নাম করন করা হয় লা হিলশা। দেশীয় খাবারের পাশাপাশি ইতালীয়ান খাবার ও পাওয়া যাবে এ রেস্তোরাঁয়। প্রতিষ্ঠান টি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন মোনায়েম । এছারাও তার এই প্রতিষ্ঠানে কয়েকজন বাংলাদেশীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। উদ্ভোধনী অনুষ্ঠানে আসা প্রবাসী বাংলাদেশীরা মনে করেন বাংলাদেশী মালিকানাধীন এই রেস্তোরাঁটির কতৃপক্ষ সেবা ও খাবার মান ঠিক রাখলে সফলতার মুখ দেখবেই। সকলেই লা হিলশা র ব্যাবসায়ীক সফলতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.