হেলালী খাতুন দিপা,(রাজশাহী)
আজ ১ লা জুন গোপন তথ্যর ভিত্তিতে রাজশাহী জেলার বাঘার পাকুড়ীয়া গ্রামের, মুনসুর ওরফে ধুনার বসত বাড়ির সামনে অভিযান পরিচালনা করে, মোঃ মুনসুর ওরফে ধুনা (৪২) কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি মোঃ মুনসুর ওরফে ধুনা রাজশাহীর বাঘা উপজেলর পাকুড়ীয়া গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে। এসময় তার হেফাজত হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনের মধ্যে রক্ষিত, ১১ গ্রাম হেরোইন, আরও একটি সাদা পলিথিনের ভিতর মুখ বন্ধ অবস্থায়, রক্ষিত, ১০৬ পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
এস আই মোঃ আঃ রউফ এর নেতৃত্বে , সঙ্গীয় এ এস আই মোঃ শফিকুল ইসলাম, এ এস আই মোঃ মিজানুর রহমান, এ এস আই আবু বকর সিদ্দিক, এ এস আই বলরাম চন্দ্র ঘোষ, এ এস আই মোঃ রহিম মন্ডল সহ, আসামী কে তার বসতবাড়ীর সামনে থেকে আটক করে। আসামী মুনসুর ওরফে ধুনা(৪২) তার কাছে রক্ষিত ২টি স্বচ্ছ সাদা পলিথিন মোড়ানো অবস্থায়, ১১গ্রাম হেরোইন পাউডার! য়াহার মূল্য ৩৩ হাজার টাকা।অপর পলিতে ১০৬ পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য ৩১৮০০ টাকা, নেশাগ্রস্থ দ্রব্য উদ্ধধার করে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজু বলেন,বাঘা থানায় এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১টি মামলা রুজু করা হয়েছে। বাঘা থানায় মাদক গ্রহন,বহন ও ক্রয়-বিক্রয়ে যেই হোক কোন ছাড় হবে না।আজ ০১লা জুন ২০২২ ইং দুপুরে মুনসুর কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.