সুরাইয়া পারভীন সাথী, ষ্টাফ রিপোর্টারঃ
গত ৩১ মে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী;দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন এলাকার মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে সহকারী কমিশন(ভুমি)সুদীপ্ত কুমার সিংহ ।
এসময় লাইসেন্সবিহীন মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার চালানোর অপরাধে জনতা ডায়াগনস্টিক ও নিউ সেবা ডায়াগনস্টিক নামের দুইটি প্রতিষ্ঠানকে অত্র আইনের ০৮/১৩ ধারা অনুযায়ী সর্বোচ্চ অর্থদন্ড ৫,০০০/-(পাঁচ হাজার) করে মোট ১০,০০০/-(দশ হাজার) অর্থদন্ড দেওয়া হয়।
এবং লাইসেন্সবিহীন হওয়ায় জনতা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয় ও নিউ সেবা ডায়াগস্টিক সেন্টার ০৭ দিনের মধ্যে লাইসেন্স এর জন্য আবেদন করবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও মোবাইল কোর্টের খবর পেয়ে সেবা ডায়াগনস্টিক সেন্টার ও নদী ডায়াগনস্টিক সেন্টারের মালিকগন পালিয়ে যান।
এদিকে আজাদ আলী নামক একজন পল্লী চিকিৎসক ডাঃ পদবী লিখে প্রেসক্রিপশন তৈরি করায় তাকে ৩০০০/-(তিন হাজার) টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং প্রেসক্রিপশন গুলো নষ্ট করে দেওয়া হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবু হেনা জামাল উপস্হিত থেকে প্রসিকিউশন দেন। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃকরিম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জামাত আলী ও সঙ্গীয় ফোর্স হিসেবে কার্পাসডাঙ্গা পুলিশের মোসলেম উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.